তিন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:১০:৩৪
ঢাকা: প্রশাসনে তিন জেলায় তিন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়ে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যশোর জেলা পরিষদের সচিব নুরুজ্জামানকে বরগুনা জেলায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. লুৎফর রহমানকে পটুয়াখালী এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের গবেষণা কর্মকর্তা এস এম সোহরাব হোসেনকে পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এইচআর/মোআ)