logo ২৪ এপ্রিল ২০২৫
অতিরিক্ত আইজি হলেন ডিএমপি কমিশনারসহ ৭ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ১৮:০৫:৩১
image

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ সাত কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।


গতকাল বুধবারের তারিখ উল্লেখ করে এ-সংক্রান্ত একটি আদেশ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।


পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, রজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সাদিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ঢাকার ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মইনুর রহমান চৌধুরী ও মোহাম্মদ আবুল কাশেম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) সিদ্দিকুর রহমান এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।


(ঢাকাটাইমস/২৪ ডিসেম্বর/এইচআর/মোআ)