ঢাকা: প্রশাসনে দুই উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) আমিনুল ইসলাম ও অজিত কুমার পালকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ ডিসেম্বর/এইচআর/জেডএ)