সরকারি প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তিতে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৫ ২০:৪৬:৫১
ঢাকা: সরকারি প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তির জন্য ‘আন্তমন্ত্রণালয় আইনগত বিরোধ নিষ্পত্তি কমিটি’ গঠন করেছে সরকার।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে সরকারি প্রতিষ্ঠানের নিজেদের মধ্যকার মামলার কারণে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচির বাস্তবায়ন বাধাগ্রস্ত এবং সরকারি অর্থের অপচয় হয়।
কমিটি এ ধরনের পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তি এবং নিজেদের মধ্যে মামলা পরিহারের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সংস্কার ও সমন্বয়)। অন্য সদস্যরা হলেন হলেন, যেসব মন্ত্রণালয়ের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন সেসব মন্ত্রণালয়ের সচিব বা তার প্রতিনিধি; আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কাযালয়ের প্রতিনিধি (মহাপরিচালক পর্যায়ের)। কমিটির সদস্যসচিব করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবকে (সমন্বয়)।
(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এইচআর/মোআ)