logo ২৫ এপ্রিল ২০২৫
কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৫ ২০:৫০:৩১
image


ঢাকা: কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মেজর জেনারেল (অব:) আমসাআ আমিনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত মঙ্গলবার এ সংক্রান্ত ফাইলে সই করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মেজর জেনারেল (অব:) আমসাআ আমিনের পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র গ্রহণ করেন।

জনা গেছে, মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এরপর ২০০৩ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আমসাআ আমিন গত ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর পদত্যাগপত্র দেন।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে ২০১২ সালে  নিয়োগ পান আমসাআ আমিন।

জানা গেছে, আরো দুই জেলা পরিষদের প্রশাসক পদ শূন্য রযেছে। এ জেলা দুইটি হচ্ছে- পিরোজপুর, সিলেট। এই দুই জেলা পরিষদের প্রশাসক শিগগিরই নিয়োগ দেয়া হবে বলে সূত্র জানায়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এইচআর/এমএম)