logo ২৫ এপ্রিল ২০২৫
প্রশাসনে ২১ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৫ ১৭:০০:১০
image

ঢাকা: প্রশাসনে ২১ উপসচিব পদে রদবদল করা হযেছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।  


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুল ইসলামকে পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পের পরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো, আবদুর রশীদকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্মপরিচালক করা হয়েছে।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব কাজী ফয়জুল রহমানকে বাগেরহাট মংলা বন্দর কর্তৃপক্ষের চীফ প্ল্যানিং অফিসার পদে দেয়া হয়েছে।


বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব গোলাম হোসেনকে চট্টগ্রাম ওয়াসায় নিয়োগ দেয়া হয়েছে।


চট্টগ্রাম ওয়াসায়  উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল আউয়ালকে  বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব করা হয়েছে।


সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমানকে ভূমি আপিল বোর্ডের সচিব করা হয়েছে।


প্রধানমন্ত্রীর  শিক্ষা সহায়তা ট্টাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক পদে দেয়া হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলমকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে।


বাংলাদেশ জাতীয় সংসদের পরিচালক আবু আল হেলালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। মংলা বন্দর কর্তৃপক্ষের চিফ অডিট অফিসার মো. মীর হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম ফারহানা আইরিসকে কৃষি মন্ত্রণালয়ে, জনপ্রশাসনের কর্মকর্তা আসাদুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা মো. সারওয়ার মোরশেদকে কৃষি মন্ত্রণালয়ে,  জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোসাম্মৎ মাকসুমা আক্তার বানুকে কৃষি মন্ত্রণালয়ে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেল্লাল হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেগম ফাতেমা রহীম ভীনাকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা রোকেয়া বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়রে উপসচিব মো, ফয়জুর রহমান ফারকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুস সামাদ আল আজাদকে রেলপথ বিভাগের উপসচিব পদে দেয়া হযেছে।


(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এইচআর/এমএম)