শিক্ষাসচিব হচ্ছেন মঈন উদ্দিন, গৃহায়ণে অশোক মাধব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ১৫:১৭:০৩
ঢাকা: শিক্ষাসচিব হচ্ছেন মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। সরকারের নীতি নির্ধারণী একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, গৃহায়ণ ও গণপূর্ত সচিবের দায়িত্ব পাচ্ছেন অশোক মাধব রায়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব। তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দুই সচিবের পদায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
চাকরির মেয়াদ শেষে আজ অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।
(ঢাকাটাইমস/ ৩০ নভেম্বর/ এইচএফ)