সোমবার অবসরে যাচ্ছেন দুই সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ নভেম্বর, ২০১৫ ১৭:৩৭:৫৮

ঢাকা: আগামী সোমবার অবসরে যাচ্ছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী অবসরোত্তর ছুটিতে যাবেন। তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য করা হতে পারে বলে জানা গেছে।
শফিক আলম মেহেদী ২০১৪ সালের ১০ নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সচিব পদ মর্যাদায় বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর ছিলেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও সচিব ছিলেন তিনি।
এছাড়া ৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খানও।
তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন এটুআই-এর জাতীয় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রীর পিএসের দায়িত্বও পালন করেছেন তিনি।
নজরুল ইসলাম খান ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) ছিলেন।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেন তিনি।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এইচআর/এমআর/এমএম)