প্রশাসনে ছয় যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৬ নভেম্বর, ২০১৫ ১৭:৪৩:৫২
ঢাকা: প্রশাসনে ছয় যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল কাশেমকে শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা এন এম জাহাঙ্গীর হোসেন এনডিকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সাভার বিপিএটিসির কর্মকর্তা আফতাব আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব শহিদুল ইসলামকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থরিটির ম্যানেজার পদে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. মঞ্জুর আলম ভুইয়াকে অর্থ বিভাগে দেয়া হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মওদুদ এ কাইউম চৌধুরীকে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অর্থরিটির ম্যানেজার পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এইচআর/এমআর)