logo ২৬ এপ্রিল ২০২৫
আব্দুর রব, না মুশফেকা ইকফাৎ কে হচ্ছেন ভূমি সচিব?
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ নভেম্বর, ২০১৫ ১৯:৪৮:৪৬
image


ঢাকা: ভূমি সচিব পদে এতদিন খাদ্য সচিব মুশফেকা ইকফাতের নাম চূড়ান্ত এমনটাই শোনা যাচ্ছিল। আচমকা মো. আব্দুর রব হাওলাদার এই পদে আসছেন বলে সরকারের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে।

এই দুই কর্মকর্তাই প্রশাসনে ৮২ ব্যাচের সদস্য। এর মধ্যে আব্দুর রব হাওলাদার ৮২ ব্যাচের সবচেয়ে জ্যেষ্ঠ সচিব। বর্তমানে তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শের প্রতি শতভাগ আনুগত্যশীল কিনা এনিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠায় তাকে সচিব মর্যাদায় কম গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় পদায়ন করা হয়।

এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সচিব ছিলেন। তাকে রাষ্ট্রদূত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করে তাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়।

তার পাশাপাশি মুশফেকা ইকফাতও আলোচনায় আছেন। তিনি ২০১২ সালের ২৪ মে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। পরের বছরের ৩১ জানুয়ারি তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হচ্ছেন নতুন ভূমি সচিব।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের নিয়োগ সংক্রান্ত নথি সই করতে পারেন।

(ঢাকাটাইমস/ ২২ নভেম্বর/ এইচআর/ এইচএফ)