বদলিকৃত পদে যোগ না দেয়ায় পাঁচ উপসচিবকে সতর্ক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৫ ১৯:০৪:৩৪
ঢাকা: বদলিকৃত পদে যোগদান না করায় প্রশাসনে পাঁচ উপ-সচিবকে সতর্ক করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মেহেদী হাসানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বেগম নুজহাত ইয়াসমিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে গত অক্টোবর মাসে বদলি করা হয়।
বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) সাইফুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং শিল্প মন্ত্রণালয়ের উপসচিব জসিম উদ্দিন বাদলকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মাহবুব-উল আলমকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয় গত ১২ জুলাই। এসব কর্মকর্তারা বদলিকৃত পদে যোগদান করেননি।
তারা যদি আগামী বুধবারের মধ্যে সংশ্লিষ্ট পদে যোগদান না করে তাহলে তাদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এইচআর/এমএম)