অবসরে যুব ও ক্রীড়া সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ নভেম্বর, ২০১৫ ১৪:০৮:০৮
ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ অবসরে যাচ্ছেন। গতকাল শনিবার তার চাকরির নির্ধারিত বয়সসীমা শেষ হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার সাবেক এই আইজিপিকে সচিব পদে আরও দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চাইলেও তিনি তাতে রাজি হননি। ফলে আজ যেকোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নূর মোহাম্মদের অবসরে যাওয়ার প্রজ্ঞাপন জারি হতে পারে।
এদিকে যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে। এজন্য আনুষ্ঠানিক প্রস্তাবনাও দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এইচআর/এমএম)