ইয়াজউদ্দীন কলেজের নতুন অধ্যক্ষ তাওহিদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৫ ১৮:২৯:৩৭
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামানকে ড. ইয়াজউদ্দীন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ড. ইয়াজউদ্দীন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে থাকা মেজর মো. রেজাউল করিমকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এম জিয়াউদ্দিন আলগীরকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ডিন পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৯নভেম্বর/এইচআর/এমআর)