logo ২৯ এপ্রিল ২০২৫
পৌরসভার প্রকৌশলীরাও বদলি হবেন, নীতিমালা চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৫ ১০:৩৭:৪৫
image

ঢাকা: চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত একই কর্মক্ষেত্রে কাজ করেন পৌরসভা পর্যায়ে কর্মরত প্রকৌশলীরা। অন্যান্য বিভাগের প্রকৌশলের বদলির নিয়ম থাকলেও তাদের নেই। এবার পৌর প্রকৌশলীদেরও বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত নীতিমালা তৈরি করা হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে।


এলজিআরডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, পৌরসভা পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা দিনের পর দিন একই কর্মক্ষেত্রে কাজ করেন। বেশির ভাগই নিজ জেলা ও এলাকায় পোস্টিং নিয়ে চাকরি জীবন পার করে দেন। বিভিন্ন সময় প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বা বদলি করার সুযোগ থাকে না। তাছাড়া একই লোক এক জায়গায় দিনের পর দিন চাকরি করে যাওয়ায় কর্মক্ষেত্রে তার দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন ওঠে। সবদিক বিবেচনায় সরকার পৌরসভা পর্যায়ে কর্মরত প্রকৌশলীদেরও বদলি করার নীতিমালা তৈরি করেছে।


জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ঢাকাটাইমসকে বলেন, ‘পৌরসভা পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নীতিমালাও চূড়ান্ত। এই সিদ্ধান্তের ফলে পৌর প্রকৌশলীদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বাড়বে।’


(ঢাকাটাইমস/ ৪নভেম্বর/এইচএফ/জেবি)