logo ২৯ এপ্রিল ২০২৫
কানাডার নতুন হাইকমিশনার মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ নভেম্বর, ২০১৫ ১৭:১২:৫৩
image

ঢাকা: কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কূটনীতিক মিজানুর রহমান। তিনি বর্তমান হাইকমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।


আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


বার্তায় জানানো হয়, কূটনীতিক মিজানুর রহমান ১৯৮৫ সালে বিসিএসের বৈদেশিক ক্যাডারে যোগ দেয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পাক্ষিক ও কনস্যুলার) হিসেবে দায়িত্ব পালন করছেন।


এর আগে, কূটনীতিক মিজানুর রহমান মিশর ও নেদারল্যান্ডস-এ রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের পক্ষে কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করা মিজানুর রহমান দুই সন্তানের জনক।


(ঢাকাটাইমস/২নভেম্বর/জেবি)