logo ৩০ এপ্রিল ২০২৫
মরিশাসের হাইকমিশনার পদে মান্নানের মেয়াদ দুই বছর বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ অক্টোবর, ২০১৫ ১১:৪৫:০২
image

ঢাকা: মরিশাসের হাইকমিশনার (সচিব) পদে এবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আব্দুল মান্নান হাওলাদার। এর ফলে তিনি আরও দুই বছর এই পদে থাকবেন।


আগামী ৫ ডিসেম্বর যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার রাতে জারি করা হয়েছে।


মরিশাসের হাইকমিশনার (সচিব) পদ থেকে আব্দুল মান্নান হাওলাদারের আগামী ৪ ডিসেম্বর অবসর যাওয়ার কথা ছিল। এর এক মাস আগেই সরকার মরিশাসের হাইকমিশনার পদে আব্দুল মান্নান হাওলাদারের অবসর উত্তর ছুটি ( পি.আর.এল) বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এইচআর/এমএম)