বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোশাররাফ, প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ অক্টোবর, ২০১৫ ১১:২০:১৪

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ পদে কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
আজ রবিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রেয়াজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
একটি আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে অবসর দেয়া হয়। অপর আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক (মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদমর্যাদা ) পদে আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ অক্টোবর ২০১৮ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হয়েছে।
এছাড়া নতুন দায়িত্বে যোগ দেওয়ার জন্য আগামী ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তাকে লিয়েন মঞ্জুর করেছে সরকার।
সূত্র জানায়, আগামী সোমবার মন্ত্রিপরিষদ সচিব অফিস করে আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর বিদায় নেবেন।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ২০১১ সালের ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব। মোশাররাফ হোসাইন ভূইঞা ১৯৮১ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বশাসিত সংস্থা, মাঠ প্রশাসন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এইচআর/জেবি)