logo ৩০ এপ্রিল ২০২৫
দুই অতিরিক্ত ও আট যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ২০:১৭:১৪
image

ঢাকা: প্রশাসনে দুই অতিরিক্ত সচিব এবং আট যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসিকে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিভাগের Policy Support Unit- Gi Project Director (অতিরিক্ত সচিব) কাজী আব্দুল নুরকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তরের নিবন্ধক করা হয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. হামিদুর রহমানকে বিয়াম পরিচালক; বিয়ামের পরিচালক আবুল কাসেম মো. বোরহানউদ্দিকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. আব্দুর রউফকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক; বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আব্দুল কাইয়ূমকে শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্প নগরী, ঢাকা, (২য় সংশোধীত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক; বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) জীবন কুমার চৌধুরীকে কপিরাইট অফিসের রেজিস্টার; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সংযুক্ত; আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. রেজাউল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।


দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব মো. রাশেদুর রহমান সরদারকে বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে পদায়নের নিমিত্তে তার চাকরি সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে্।


(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এইচআর/জেবি)