logo ৩০ এপ্রিল ২০২৫
প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১৬:১৬:০৩
image

ঢাকা: প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত এ কে ফজলুল হককে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


সাভার বিপিএটিসির বেগম ফেরদৌস আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


বিদ্যুৎ বিভাগের তাপস কুমার রায়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।


যৌথমূলধন কোম্পানি ও ফর্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক বিজন কুমার বৈশ্যকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এইচআর/এমআর)