শিশু একাডেমি পরিচালকের মেয়াদ বাড়ল এক বছর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ২০:১০:৫৫
ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমি পরিচালক পদে মো. মোশাররফ হোসেনের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এর আগে পরিচালক পদে মো. মোশাররফ হোসেনকে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়, যা আজ ১৩ অক্টোবর শেষ হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এছাড়া ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার পদে প্রেষণে কর্মরত ডা. নাহিদ আফরীনকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অপর দিকে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে কর্মরত অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানীকে গত বছরের জুলাই থেকে গ্রেড-১ অনুসারে বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেয়ার আদেশ জারি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এইচআর/জেবি)