logo ৩০ এপ্রিল ২০২৫
রাজশাহীর দুই ওসি প্রত্যাহার
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ অক্টোবর, ২০১৫ ১০:৩৮:৪১
image

ঢাকা: রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান ও চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা এবং গ্রেপ্তার বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। 


বৃহস্পতিবার রাতে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) তাদের লাইনে ক্লোজড করার আদেশ জারি করেন। পরে রাতেই এই দুই থানায় নতুন ওসি পোস্টিং করা হয়েছে। তবে তাদের নাম এখনও জানা যায়নি।


রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ জানান, প্রশাসনিক কারণে জেলার সীমান্তবর্তী বাঘা ও চারঘাট থানার ওসিদের লাইনে ক্লোজড করা হয়েছে।


তবে সূত্র জানায়, মাদক চোরাচালান, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা এবং গ্রেপ্তার বাণিজ্যসহ নানা অভিযোগে এই দুই ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জেলা পুলিশ সুপার।


(ঢাকাটাইমস/৯অক্টোবর/জেবি)