logo ৩০ এপ্রিল ২০২৫
পাঁচ এডিসি পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১৭:৫৯:০৪
image

ঢাকা: প্রশাসনে পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রদবদল করা হযেছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


তারা হলেন, মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ শাখায় ন্যস্ত করা হযেছে।


ভূমি আপিল বোর্ডের সিনিয়র সহকারী সচিব এ এফ এম ফজলে রাব্বীকে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিযর সহকারী সচিব মো. মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ডের উপসচিব বেগম অঞ্জনা খান মজলিশকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চার্জ অফিসার মোমিনুর রশীদকে বাগেরহাট জেলার অতিরিক্ত সচিব পদে দেয়া হযেছে।


(ঢাকাটাইমস/৭অক্টোবর/এইচআর/জেবি)