logo ৩০ এপ্রিল ২০২৫
সাত কর্মকর্তাকে ইউএনও পদে নিয়োগ ও রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১৭:৩৬:৩৪
image

ঢাকা: প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার পদে সাত কর্মকর্তাকে নিয়োগ ও রদবদল করা হয়েছে।


আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এসব কর্মকর্তা হলেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপজেলা নির্বাহী অফিসার পদে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নির্বাহী অফিসারকে একই পদে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।  


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হামিদুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাইন উদ্দিন হাসানকে


উপজেলা নির্বাহী অফিসার পদে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. শাম্মী আক্তারকে উপজেলা নির্বাহী অফিসার পদে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলম হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগ দিয়ে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বজলুর রশীদকে উপজেলা নির্বাহী অফিসার পদে নিযোগ দিয়ে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৭অক্টোবর/এইচআর/জেবি)