logo ৩০ এপ্রিল ২০২৫
১০ উপসচিব পদে রদবদল
২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৫৩:৪০
image

ঢাকা: প্রশাসনে দশ উপসচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত থাকা ডেপুটি পোস্ট মাস্টর জেনারেল আরিফুল হককে প্রত্যাহার করে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দেয়া হযেছে।


আজ মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বদলি হওয়া কর্মকর্তারা হলেন,  প্রাথামিক  শিক্ষার জন্য উপবৃত্তি শীর্ষক প্রকল্পের উপপরিচালক প্রবীর কুমার চক্রবর্তীকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক করা হয়েছে।


উপসচিব আসলাম হোসেনকে গাজীপুর সিটি কলপোরেশনের সচিব করা হয়েছে।


বরিশাল সিটি কলপোরেশনের সচিব খন্দকার আনোয়ার হোসেনকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।


উপসচিব প্রদৌষ কান্তি দাসকে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য গুদামের প্রকল্পে দেয়া হয়েছে।


শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে দেয়া হয়েছে।


জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা শরীফ মো. মাসুদকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুস সালাদকে অর্থ বিভাগের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. খায়রুল আমীনকে তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব করা হয়েছে।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব বেগম সালমা জাহানকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে।


গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিনুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এইচআর/জেবি)