logo ৩০ এপ্রিল ২০২৫
ছয় সিনিয়র সহকারী সচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:২২:০৩
image

ঢাকা: প্রশাসনে ছয় সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


তারা হলেন, সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মো. আজমল হোসেনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াতকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব শাহানারা বেগমকে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


সচিবালয় অধিশাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আইরিন পারভীনকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


সচিবালয় অধিশাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব জাকির হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


এছাড়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের একান্ত সচিব রাজা মো. আব্দুল হাইকে শহীদ সালা্উদ্দিন সেনানিবাস ঘাটাইলে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এইচআর/জেবি)