logo ৩০ এপ্রিল ২০২৫
১০ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৩০:৩০
image

ঢাকা: প্রশাসনে দশ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারে পদায়ন করা হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


কর্মকর্তারা হলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম ফারজানা সিদ্দিকাকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খালেদা নাছরিনকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু নায়েম মোহাম্মদ মারুফ খানকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম শরিফা হককে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


সাভার বিপিএটিসি র সহকারী পরিচালক ইউসুপ আলীকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


ক্যান্টনমেন্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বদিউল আলমকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


কুমিল্লা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম আক্তার উননেছা শিউলিকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সালেহীন তানভীর গাজীকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিআরটিএর নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ মোবাশেরুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বিপিএটিসির সহকারী পরিচালক বেগম নাসরিন সুলতানাকে উপজেলা নির্বাহী অফিসার পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এইচআর/জেবি)