logo ২৩ আগস্ট ২০২৫
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৫৭:৫৬
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মো. আব্দুল হান্নানকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হিসাবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। ইতোপূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিদর্শক পদে প্রেষণে কর্মরত ছিলেন।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানোনো হয়।


একই প্রজ্ঞাপনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানীকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমআর)