ডিএনসিসির চিফ ইঞ্জিনিয়ার পদে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৫০:২৬
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ ইঞ্জিনিয়ার পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ ইঞ্জিনিয়ার পদে প্র্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. গাজী ফিরোজ রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)