logo ৩০ এপ্রিল ২০২৫
পুলিশের এডিসিসহ ১৮ কর্মকর্তার রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৩০:১৪
image


ঢাকা: পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সহ ১৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার রাতে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপির) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদে বদলি করা হয়েছে।

ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মো. বশির আহমেদকে ঢাকার পিআইবির এডিশনাল এসপি, ঢাকার পিআইবির এডিশনাল এসপি মো. সাইদুল ইসলামকে ডিএমপির এডিসি, সিলেট মহানগর পুলিশের এসএমপির সহকারী সারওয়ার খাঁনকে র‌্যাবের সহকারী পুলিশ (এএসপি) করা হয়েছে।

মৌলভীবাজার সদরের এএসপি এসএম সিরাজুল হুদাকে ঢাকার সপ্তম এপিবিএনের এএসপি, ডিএমপির এসি মো. ইফতেখার হোসেনকে পুলিশ সদর দপ্তরের এএসপি, ঢাকা এপিবিএনের এএসপি মাহমুদুল হাসানকে র‌্যাবের এএসপি, হাইওয়ে পুলিশের সিনিয়র এএসপি মেহেদী শাহরিয়ারকে ডিএমপির সিনিয়র এসি পদে বদলি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তা সার্কেলের এএসপি শেখ শরিফ উজ জামানকে ঢাকার সপ্তম এপিবিএনের এএসপি, রাজশাহী সদর সার্কেলের এএসপি এ টি এম মাইনুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তা সার্কেলের এএসপি, ডিএমপির এসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ঢাকা সপ্তম এপিবিএনের এএসপি, ডিএমপির এসি সুজন সরকারকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের এএসপি হিসাবে বদলি করা হয়েছে।

দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের এএসপি অসিত কুমার ঘোষকে রেলওয়ে ঈশ্বরদী, সৈয়দপুর জিআরপির এএসপি, রাজশাহী সারদা পুলিশের সিনিয়র এএসপি মো. আবদুল হান্নানকে ঢাকা পঞ্চম এপিবিএনের সিনিয়র এএসপি, ঢাকা স্পেশাল ব্রাঞ্চ (এসবির) এএসপি মো. জিয়াউল আলমকে বাগেরহাট সদর সার্কেলের এএসপি, বাগেরহাট সদর সার্কেলের এএসপি মো. জাহিদুর রহমানকে রাজশাহী সদর সার্কেলের এএসপি ও ঢাকা সিআইডি পুলিশের এএসপি মো. ওমর ফারুককে পুলিশ সদর দপ্তরের এএসপি হিসাবে বদলি করা হয়েছে।

 (ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এএ/এমআর)