পাঁচ উপসচিব বদলি, একজনের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৪১:২৩

ঢাকা: প্রশাসনে পাঁচ উপসচিব পদে বদলি এবং একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সচিব তাহসিনুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালক পদে দেয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সচিব করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নায়েব আলীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে দেয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিদকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সি আব্দুল আহাদকে অর্থবিভাগের উপসচিব করা হয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শরিক মো. মাসুদকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীনকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এইচআর/জেবি)