logo ০১ মে ২০২৫
প্রশাসনে এডিসি পদে বদলি ও পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:১৮:১৭
image

ঢাকা: প্রশাসন পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও তিন উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি ও পদায়ন করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহ হাবিবুর রহমান হাকিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান কবিরকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আখতারকে ময়মনসিংহ জেলায় একই পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নজরুল ইসলামকে নারায়গঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


কক্সবাজার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান শাহীনকে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিয়াকে জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিনকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


এছাড়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লুবনা ফারজানাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এইচআর/এমআর)