logo ০১ মে ২০২৫
পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৫ ১৪:৫৫:১২
image

ঢাকা: বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।


পুলিশ সদরদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ নাজিবুর রহমানকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।


বরিশালের পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।


পুলিশ সদরদপ্তরের মো. লুৎফর রহমান মণ্ডলকে বরিশালের পুলিশ কমিশনার করা হয়েছে।


ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।


ঢাকায় পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান খানকে বরিশাল মহানগর পুলিশে, খুলনার উপ কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামের উপ-কমিশনার এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মুনিবুর রহমানকে ময়মনসিংহের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক করে পাঠানো হয়েছে।


ঢাকা এসবিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকারগাঁওয়ের পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের দায়িত্ব পালন করে আসা আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।


বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার শোয়েব আহমেদকে বদলি করা হয়েছে শিল্প পুলিশের সুপার হিসাবে।


রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম আওলাদ হোসেনকে টুরিস্টি পুলিশের সুপার করে ঢাকায় পাঠানো হয়েছে।


বরিশাল আরআরএফের কমান্ডেন্ট মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরীকে খুলনা এপিবিএনের অধিনায়ক করা হয়েছে।


এছাড়া খুলনা এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হারুন উর রশিদকে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্টের দায়িত্ব দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/৩১আগস্ট/এইচআর/এমআর)