ভারমুক্ত হলেন পাঁচ সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৫ ১৮:৪৬:২৬
ঢাকা: প্রশাসনে পাঁচজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত চার সচিব হলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, রাষ্ট্রপতি কার্যালয়ের সম্পদ বড়ুয়া, পরিকল্পনা কমিশনের সদস্য এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কামালউদ্দিন আহমেদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) এ এম বদরুদ্দোজা।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এইচআর/এমআর)