“একটি বাড়ি একটি খামার” সিরডাপে প্রশংসিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৫ ১৮:৫৭:৪৪

ঢাকা: বর্তমান সরকারের গৃহীত “একটি বাড়ি একটি খামার” ও “পল্লী জনপদ প্রকল্প” এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)।
সোমবার ফিজিতে আঞ্চলিক কৌশলগত সংলাপ-৭ সহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বাংলাদেশি প্রতিনিধি দল। ১৫টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও আরডিএ, বগুড়ার মহাপরিচালক এম এ মতিন।
সিরডাপের ৩০তম নির্বাহী কমিটি (ইসি) ও ২০তম পরিচালনা পর্ষদ কমিটির (জিসি) আঞ্চলিক সম্মেলন গত ১৭ থেকে ১৮ আগস্টে এবং ২০ হতে ২১ আগস্ট ফিজির পর্যটন নগরী নাদীতে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বর্তমান সরকার গৃহীত “একটি বাড়ি একটি খামার” ও “পল্লী জনপদ প্রকল্প” এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের ভূয়সী প্রশংসা করা হয়। সম্মেলনে প্রতিমন্ত্রী রাঙ্গা বর্তমান সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, চর জীবিকায়ন ও পল্লী জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্পের সাথে সিরডাপের সদস্য দেশগুলোকে সম্পৃক্তকরণসহ কিভাবে সুফল বয়ে আনা যায় তা নিয়েও আলোচনা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার সম্মেলনে সংস্থার অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা ও বগুড়া কর্তৃক দারিদ্র্যমোচন, নারীর ক্ষমতায়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কর্মে লব্ধ অভিজ্ঞতা বিনিময় করেন।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এইচআর/জেবি)