আব্দুল মোমেনের চুক্তির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৮:১৪:৫০
ঢাকা: জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি পদে কর্মরত ড. এ কে এম আব্দুল মোমেনের চুক্তির মেয়াদ ৮১ দিন বাড়ানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় ১১ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলো।
এ নিয়ে ড. মোমেনের চুক্তির মেয়াদ মোট চার দফা বাড়ানো হলো। তাকে প্রথম চুক্তিতে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ২০০৯ সালের ১১ আগস্ট।
(ঢাকাটাইমস/ ১৯ আগস্ট/এইচআর/এআর/ ঘ.)