৭ ইউএনওকে এডিসি পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৫ ১৯:৩১:৫৩
ঢাকা: প্রশাসনে সাত উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিলেট জেলার কোম্পানি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিনকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হককে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
কুমিল্পা জেলার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিনকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার আরিফ আহমেদ খানকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দেয়া হয়েছে।
ভোলা লালমোহন উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনকে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে দেয়া হয়েছে।
পাবনা ঈশ্বরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমকে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এইচআর/জেবি)