logo ০৩ মে ২০২৫
এডিসি হলেন চার ইউএনও
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১৭:৩৬:৩৮
image

ঢাকা: প্রশাসনে চার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।


আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


ঝালকাটি জেলার অতিরিক্ত প্রশাসক জহিরুল ইসলামকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হযেছে।


বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিমকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুণ-অর-রশীদকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মো. নুর-ই-আলমকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


নওগাঁর মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাসেল সাবরিনকে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


এদিকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. রায়হান কায়ছারকে নড়াইল জেলা পরিষদের সচিব করে বদলি করা হয়েছে।


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম সাবেরা আখতারকে সিলেট জেলা পরিষদের সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১২আগস্ট/এইচআর/জেবি)