প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৫ ১৮:১১:০৫
ঢাকা: প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম ফজলুর রহমানের দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম ফজলুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ মেয়াদ পূর্বের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরর্বতী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো। এর আগে ২০১৩ সালে ১০ জুলাই তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছিল।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনকে মৌসুমী সহকারী হজ অফিসা্র বাংলাদেশ হজ মিশন সৌদি আরবের জেদ্দায় তিন মাসের জন্য স্বপদে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এইচআর/জেবি)