দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ প্রত্যাহার
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৫ ১৩:০৫:২৯
রাজশাহী: দুর্নীতির অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের ছয় সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন শনিবার রাতে এ আদেশ দেন। প্রত্যাহারকৃতরা হলেন- শাহমখদুম থানার সেকেন্ড অফিসার এসআই হারুনুর রশিদ, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল ও মনির, কনস্টেবল শাহ আলম, মামুন ও ফারুক।
রবিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বিভিন্ন সময় দায়িত্বে অবহেলার দায়ে মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচজন ও শাহমখদুম থানার এক পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়েছে।
তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, ক্লোজ হওয়া ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততা, আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ও সাধারণ মানুষকে নারী দিয়ে জিম্মি করে টাকা নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এমএন)