logo ০৪ মে ২০২৫
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১৭:৫১:৩১
image

ঢাকা: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।


আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হযেছে।


এছাড়া পৃথক আদেশে চার অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্যকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালেয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) করা হয়েছে।


ওএসসি কর্মকর্তা নুরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের রিলিফ প্রোগ্রাম প্রকল্পের পরিচালক জাবেদ আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/জেবি)