logo ০৪ মে ২০২৫
রংপুরের কাউন্সিলর মোখলেছুর বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৫ ১৬:৫৬:৩৩
image


ঢাকা: রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোখলেছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়েছে। আদালত অভিযোগ আমলে নেয়ায় আইন অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, কাউন্সিলর মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা নম্বর ৪৬৮/১৪ মামলায় অভিযোপত্র রংপুরের মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়া হয়। আদালত তা গ্রহণ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপ-ধারা (১) অনুযায়ী কারো বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত আমলে নিলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হয়। সে অনুযায়ী তাকে বরাখস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/এইচএফ)