মোশাররাফ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৫ ১২:৪৯:১৫

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন।আগামী অক্টোবরের শুরুতেই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর এ সংক্রান্ত সার-সংক্ষেপে স্বাক্ষর করেছেন বলে সূত্র নিশ্চিত করেছেন। যেকোন সময় প্রজ্ঞাপন জারি করা হতে পাবে।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন সচিব পদেও পরিবর্তন আসছে বলে জানা গেছে।
মোশাররাফ হোসেন বিশ্বব্যাংকে গেলে মন্ত্রিপরিষদ সচিব পদেও কাকে দেয়া হবে তা নিয়েও কথা বার্তা শুরু হয়েছে। এখন পর্যন্ত এই পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নাম নিয়ে আলোচনা হচ্ছে।
যদি আবুল কালাম আজাদ মন্ত্রিপরিষদ সচিব হন, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন কামাল আবদুল নাসের চৌধুরী।
এ ছাড়া স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নামও আলোচনায় রয়েছে।সে ক্ষেত্রে জনপ্রশাসন সচিবসহ আরও কয়েকটি সচিব পদেও পরিবর্তন আসতে পারে। সচিবালয়ে এখন এ বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক গুনজন শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকে বর্তমানে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব মোহাম্মদ তারেক। সেপ্টেম্বরে তাঁর মেয়াদ শেষ হলেই মোশাররাফ হোসাইন ভূইঞা সেখানে যোগ দেবেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন ১৫ ডিসেম্বরে। এর আগেই তিনি বিশ্বব্যাংকে যাচ্ছেন।
এদিকে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন আগামী ৩০ নভেম্বর। সে ক্ষেত্রেও শিক্ষামন্ত্রণালয়ের সচিব পদে পরির্বতন আসতে পাবে বলে জানাগেছে।
ঢাকাটাইমস/২৩ জুলাই/এইচআর/এআর/ঘ.)