logo ০৪ মে ২০২৫
সেই এপিএস বাড়ৈ এখন উপ-কলেজ পরিদর্শক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ২১:০৭:৪৩
image

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে প্রত্যাহার করা মন্মথ রঞ্জন বাড়ৈকে ঢাকা শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


সংস্কৃতের সহকারী অধ্যাপক বাড়ৈকে নিয়োগ দিয়ে মঙ্গলবার এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


শিক্ষা ক্যাডারের আলোচিত এ কর্মকর্তাকে গতকাল সোমবার মন্ত্রীর এপিএস পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ শিক্ষামন্ত্রী প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে তার এপিএস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।


বিগত সাড়ে ৬ বছরের বেশি সময় ধরে বদলি, পদোন্নতি, পদায়ন ও নিয়োগসহ বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


(ঢাকাটাইমস/২১জুলাই/এমআর)