তিন মেডিকেলে নতুন পরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১৯:৫২:৪৬
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে থাকা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. পারভেজ কবীরকে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্টের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্টের পরিচালক পদে প্রেষণে থাকা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুলকে প্রত্যাহার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জুলাই/এইচআর/জেবি)