প্রশাসনে ১২ কর্মকর্তার দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুলাই, ২০১৫ ১৯:৪০:২৩

ঢাকা: প্রশাসনে এক অতিরিক্ত সচিব ও ১১ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এসব দপ্তর রদবদল করা হয়।
ঢাকা ওয়াসার ডিএমডি অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে উপজেলা ও ইউনিয়ন ভূভুমি অফিস নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরীকে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব শহিদুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। ঢাকা ওয়াসার সচিব পদে বদলির আদেশাধীন মো. মাহমুদ হোসেনকে ঢাকা ওয়াসার ডিএমডি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমানকে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব নাছির উদ্দিন খানকে অর্থেনৈতিক সস্পর্ক বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আনোয়ারা বেগমকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলির আদেশাধীন মো. মোশাররফ হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে দেয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রুহুল কুদ্দুসকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জামাল হোসাইনকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব রেজাউল করিমকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭জুলাই/এইচআর/জেবি)