শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১৭:৫৮:৩৮
ঢাকা: শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত সাবেক বিচারপতি মো: শামছুল হুদার চুক্তির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হযেছে। এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সাবেক বিচারপতি মো. শাসছুল হুদার চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।
এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অসীম সাহার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আদেশটি আজ থেকে কার্যকর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২জুলাই/এইচআর/এমএম)