১২ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৫ ২০:২৫:২৯

ঢাকা: প্রশাসনে ১২ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।
উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্পের পরিচালক কাজী এনামুল হাসানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।
বিনিয়োগ বোর্ডের পরিচালক মো. আলী কদরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মুছাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আক্তারুজ্জামানকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক ইসমাইল হোসেনকে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব দেলওয়ার হোসেনকে বিনিয়োগ বোর্ডের পরিচালক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব দেয়া হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পিএস মো. জাহাঙ্গীর আলমকে উচ্চ শিক্ষামান উন্নয়ন প্রকল্পের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ এম মোতাহার হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস এম আমিরুল ইসলামকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক রেজানুর রহমানকে চিফ টেকনিক্যাল ম্যানেজার করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকার প্রথম কোর্ট অব সেটেলমেন্টের সদস্য হাসান সারওয়ারকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিসের উপ-ব্যবস্থাপক পদে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ২৫জুন/এইচআর/এমআর)