logo ০৫ মে ২০২৫
প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতি দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ১৮:৩৮:২৬
image

ঢাকা: প্রশাসনে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়টি পুনঃবিবেচনায়  নিয়ে  পদোন্নতি দেয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।


আজ বুধবার জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক এ নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বৈঠকে  সভাপতিত্ব করেন।


বৈঠকে উপস্থিত ছিলেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ইসমাত আরা সাদেক, কমিটির সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ, আমিনা আহমেদ এবং খোরশেদ আরা হক।


কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমান বলেন, প্রশাসনে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে।


তিনি বলেন, বৈঠকে সরকারি কর্মচারী আইন ২০১৫ এর খসড়া সংশোধিত আকারে আইন প্রণয়নের নিমিত্তে উপস্থাপন সম্পর্কে এবং বিদ্যমান Performance Appraisal পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে  আলোচনা করা হয়।


কমিটিকে জানানো হয়, সরকারি কর্মচারী আইন ২০১৫ এর খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করার নিমিত্তে পত্র পাঠানো হয়েছে।


বৈঠকে আরও জানানো হয়, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গণমূখী, দক্ষ ও জবাবদিহিমূলক  জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে চালু বার্ষিক


ACR এর পরিবর্তে Performance Based Evualuation System এর আওতায় Annual Perfomance Report পরীক্ষামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  


দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম রিপোর্ট আগামী বৈঠকে পরীক্ষা নীরিক্ষা করে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।


(ঢাকাটাইমস/২৪জুন/এইচআর/জেবি)