৯ অতিরিক্ত সচিব ও ৮ যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৮:৫০:০০

ঢাকা: প্রশাসনে নয় অতিরিক্ত সচিব এবং আট যুগ্মসচিব পদে রদবদল করা হযেছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ম আব্দুল জাহের এনডিসিকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সুধাকর দত্তকে পরিচালক বি.আই.ডব্লিউ.টি.সির পরিচালক করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ ওয়াই. এম. গোলাম কিবরিয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়কে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারওয়ার খানকে ওএসডি করা হয়েছে।
বন্যা আশ্রয়কেন্দ্রে নির্মাণ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকির হোসেন ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) ড. নুরুন্নবী মৃধাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহজাদী আঞ্জুমান আরাকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হিসেবে বদলির আদেশাধীন পরিচালক মো. ওসমান গণিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) পরেশ চন্দ্র রায়কে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক করা হয়েছে।
এনজিও বিষয়ক ব্যুরো হিসেবে বদলির আদেশাধীন পরিচালক রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগপূর্বক রিয়ামে সংযুক্তি দেয়া হয়েছে।
রহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন রইছ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পদে দেয়া হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম সীমা সাহাকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে দেয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলীপ কুমার সাহাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বদলির আদেশাধীন মোহাম্মদ আব্দুল মান্নানকে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জনু/এইচআর/এমএম)