প্রশাসনে ১৬ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৪:১৪:০৫

ঢাকা: প্রশাসনে ১৬ উপ-সচিব পদে রদবদল করা হয়েছে।রবিবার জনপ্রশা্সন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হযেছে, পাট অধিদপ্তরে উচ্চ ফলনশীল(উফশী) পাট ও বীজ উৎপাদন এবং পাট পচন শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বদরুল আনাম ভুইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার ঘোষকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানকে পরিকল্পনা বিভাগের উপসচিব পদে দেয়া হযেছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
অর্থনৈতিক বিভাগের উপসচিব মহিবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব করা হযেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক জহির রায়হানকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(উপসচিব) রফিকুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব করা হযেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আরিফ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়েরে উপসচিব সাইফুল ইসলামকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ন চন্দ সরকারকে
পাট অধিদপ্তরে উচ্চ ফলনশীল(উফশী) পাট ও বীজ উৎপাদন এবং পাট পচন শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগের পরিচালক করা হয়েছে।
বেগম নুরুন আখতারকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক করা হয়েছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াহেদকে আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ নাজমুল হাসানকে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলি করা হয়েছে এবং নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান হাবিবকে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪জুন/এইচআর/এআর/ ঘ.)